প্রচ্ছদ > জাতীয় >

প্রতারক থেকে সাবধান করে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তি

article-img

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা শুরু করেছে একটি চক্র হজযাত্রী, হাজী, হজ এজেন্সির মালিকদের সঙ্গে প্রতারণা করছেন। এবিষয়ে সবাইকে সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়।

রবিবার (২০ অক্টোবর) মন্ত্রণালয় এ বিষয়ে একটি সতর্কতা জারি করেছে। 

উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই জরুরি বিজ্ঞপ্তিতে টাকা ফেরতের কথা বলে কেউ ব্যক্তিগত কোনো তথ্য চাইলে তা দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

 

জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধর্ম মন্ত্রণালয় থেকে হাজী, হজ এজেন্সি ও হজ গাইডদের জন্য ফেরতকৃত অর্থ (রিফান্ড) সরাসরি ব্যাংক হিসাবে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) বা চেকের মাধ্যমে পাঠানো হয়। এজন্য কোনও ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদের তথ্য চাওয়া হয় না। গত ৯ অক্টোবর ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে অনুরোধ করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

টাকা ফেরতের কথা বলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদের তথ্য চাওয়া হলে না দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এ ধরনের ফোন এলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিতভাবে অভিযোগ দেওয়ার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।

 


আরো খবর